সেই ছোটবেলা থেকে আমাদের ঢাকা যাতায়াতের এক বিশ্বস্ত ও আরামদায়ক পরিবহনের নাম তুষার-তুহিন.
সত্যি বলতে তুষার তুহিন এন্টারপ্রাইস তাদের সার্ভিস এর প্রশংসা দাবি রাখে। তুষার তুহিন বাস এর সাথে জড়িত প্রত্তেক স্টাফ এবং মালিক পক্ষের সবার আচরণ প্রশংসনীয়। ঢাকা টু তারাকান্দি রোডে এমন বাস সার্ভিস পেয়ে আমি ব্যাক্তিগত ভাবে গর্বিত এবং আনন্দিত। আমি তুষার তুহিন বাস এর একজন নিয়মিত যাত্রী। তুষার তুহিন এর সার্ভিস সাথে অন্য কোন বাসের তুলনা হয় না, কারণ তুষার তুহিন বাস নিজেই একটা ব্র্যান্ড। Best of luck Tusar Tuhin Enterprise...
প্রথম থেকে শুরু করে আজও পর্যন্ত তুষার তুহিন এন্টারপ্রাইজ যাত্রীদের আস্থার প্রতীক হয়ে আছে। এটার মূল কারণ হলো তাদের ভালো সার্ভিস ব্যবস্থা।তুষার তুহিন এন্টারপ্রাইজ তাদের যাত্রীসেবার মান ধীরে ধীরে আরও উন্নত এবং আধুনিক করছে... তুষার তুহিন এর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আশা রইল কোন একদিন আমাদের রাস্তায় তুষার তুহিনের এসি বাস দেখব। 😊😊
আমি প্রায় ৩/৪বছর হল তুষার-তুহিন এন্টারপ্রাইজ এ ঢাকা টু তারাকান্দি যাতায়াত করছি। সত্যি বলতে কম সময়ে এবং নিরাপদ এ নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য আমার মতে এটিই সেরা পছন্দ!
ছোট বেলা থেকে দেখে আসছি এই তুষার-তুহিন এন্টারপ্রাইজ।তখন শুধু স্টাফবাস নামেই চিনতাম।তাদের বাসের সং্খা এখন বেরে গেলেও সারভিস ঠিক আগের মতই আছে। ঢাকা-তারাকান্দি রুটে নিরাপদে এবং দ্রুত গন্তব্যে পৌছানোর একমাত্র পরিবহন।এই রুটে তাদের সাথে কম্পেয়ার করার মতো কোনো বাস সারভিস এখন পর্যন্ত নেই।তাদের স্টাফ এবং এডমিনদের ব্যবহার ও অসাধারণ ।
আজকে সখ পুরন করলাম তারাকান্দি টু পলাশবাড়ী,, সাভার, dhaka,, টাংাইল জামালপুর জেলা এর সেরা নন এসি বাস।।